This Site Is All About Science And Others

জনপ্রিয় পোস্টসমূহ

Post Page Advertisement [Top]

নিউরনে আলোড়ন তুলা ফ্যাক্টগুলো 


নিউরনে আলোড়ন তুলা ফ্যাক্টগুলো

★১. গণিতের জটিল সব সমাধান নিকোলা টেসলা কাগজ কলম ছাড়াই সমাধান করতেন। অবাক করা বিষয় এই যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মতো জটিল গণিত ও তিনি মনে মনেই সমাধান করে ফেলতেন।

★২। ছত্রাককে আমরা সাধারণত উদ্ভিদ জগতের সদস্য বলেই গণ্য করি। কিন্তু বিজ্ঞানীদের গবেষণায় স্পষ্ট যে ছত্রাকের সাথে উদ্ভিদ নয় বরং  প্রাণীদেরই মিল বেশি। এর কারণ প্রাণীর অনেক বৈশিষ্ট্য যেমন ক্লোরোফিল বিহীন হওয়া, গ্লাইকোজেন সঞ্চয় করে রাখা ইত্যাদি ছত্রাকের মাঝে পাওয়া যায়।

★৩। চাঁদে মানুষ পাঠাতে অ্যাপোলো -১১ এ যতটুকু কম্পিউটিং ক্ষমতা ব্যবহৃত হয়েছিল সেই পরিমাণ কম্পিউটিং ক্ষমতা এখন আপনি গুগলে একটিমাত্র সার্চেই ব্যবহার করতে পারেন। বুঝলেন প্রযুক্তি কোথায় গিয়ে দাড়িয়েছে।

★৪। এবার একটি মজার ফ্যাক্ট শুনুন আপনি যদি গুগলে  askew শব্দটি সার্চ করেন তবে পুরো পেজটাই একদিকে হেলে হয়ে যাবে।  বিশ্বাস না হলে নিজেই গুগলে সার্চ করে দেখুন।

★৫। ইউটিউবে প্রতি মিনিটে ৪০০ ঘন্টার ভিডিও দেখে আপলোড হয় অর্থাৎ একদিনে যার পরিমাণ ৫ লক্ষ ৭৬ হাজার ঘন্টা। অর্থাৎ ইউটিউবে আপলোড হওয়া মাত্র একদিনের ভিডিও দেখতে আপনার প্রায় ৬৫ বছর সময় লেগে যাবে।

★৬। বিজ্ঞানের হিসেবে আপনি কখনও একটা বিষয় গুনতে পারবেন না আর তা হলো সময়। হয়তো আমরা ঘড়ি বা অন্যান্য যন্ত্র ব্যবহার করি।কিন্তু সময় এমন এক বিষয় যা গুনতে আপনি বিরতি দিতে পারবেন না। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় সময় কখনোই গনণা করা সম্ভব নয়।

★৭। আপনিও চাইলে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারেন তার জন্য শুন্যে একটি লাফ দিন। কিন্তু মজার বিষয় এই পৃথিবীর তুলনায় আপনার ভর অনেক কম হওয়ায় তা ঠিক ঠাক মতো অনুভূত হয় না।

★৮। বুর্জ খলিফা এতই উঁচু যে সেখানে সবচেয়ে উপরের তলা আর নিচের তলায় সেহরি ও ইফতারের সময়ের পার্থক্য তিন মিনিট পর্যন্ত হয়ে থাকে।অর্থাৎ বাংলাদেশের দুইটি বিভাগের ইফতারের সময়ের পার্থক্যের সমান। আসলে উচ্চতা জনিত কারণে ভূ-পৃষ্ট হতে প্রায় এক কিলোমিটার উপরে সেহরি ও ইফতারের সময়ে এই ব্যাবধান তৈরি হয়ে থাকে।

★৯। আমাদের মস্তিষ্ক আমাদের দেহের মোট আয়তনের মাত্র ২ %। কিন্তু অবাক করা বিষয় এই যে আমাদের দেহে উৎপন্ন মোট শক্তির ২০% এর ও বেশি মস্তিষ্ক একাই খরচ করে। এর একটা চমৎকার  উদাহরণ এই যে,জাগ্রত অবস্থায় আমাদের মস্তিষ্ক প্রায় ২৫ ওয়াট ক্ষমতা তৈরি করতে পারে।যা একটি বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য যথেষ্ট।

 ★১০। মস্তিষ্ক সম্পর্কে আরেকটি ফ্যাক্ট জেনে নিন। আমাদের মস্তিষ্ক এত বিপুল পরিমাণ শক্তি ব্যবহার করলেও এর কাজও অনেক নিখুঁত, উন্নত ও বিস্তৃত। আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ১০১৫ টি হিসাব করতে পারে।যা করার ক্ষমতা  পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটারের ও নেই। আপনি জেনে অবাক হবেন যে,একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০ হাজার আলাদা বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

| Designed by Colorlib