This Site Is All About Science And Others

জনপ্রিয় পোস্টসমূহ

Post Page Advertisement [Top]

সর্বকালের সেরা দশ  ফুটবলার

সর্বকালের সেরা দশ  ফুটবলার 


ফুটবল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ খেলা।আর এই খেলাকে সমৃদ্ধ করেছেন অনেক রথী-মহারথী।তাদের মধ্য থেকে সেরা ১০ জন নির্বাচন করা সত্যিই অনেক কঠিন।তবুও এখানে সেরা ১০ মহারথীর তালিকা দেওয়া হলো।এই তালিকা বিভিন্ন জরিপের ফলাফল,কিংবদন্তি খেলোয়াড় ও কোচদের মতামত,খেলোয়াড়দের ক্যারিয়ার,সাধারণ দর্শকদের মতামত,সামাজিক যোগাযোগ মাধ্যমে হওয়া বিভিন্ন জরিপের ফলাফলের উপর ভিত্তি করে তৈরি।কারও একক মতামতের উপর ভিত্তি করে তৈরি নয়।

সর্বকালের সেরা দশ ফুটবলার এর তালিকা,,


10.আন্দ্রেস ইনিয়েস্তা :

স্পেনের সোনালি প্রজন্মের সোনালি ফুটবলার তিনি।তার পা থেকে আসে স্পেনের ফুটবল ইতিহাসের সেরা গোলটি। অর্থাৎ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে করা তার  দুর্দান্ত  গোলটি।নিঃসন্দেহে আধুনিক যুগের সেরা মিডফিল্ডার  তিনি। ২০০৩ সালে তিনি পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। ক্যারিয়ারে ৭০২ ম্যাচে ৬১টি গোল আর ১৬৭ টি অ্যাসিস্ট এই প্লেমেকারের। ক্লব বার্সেলোনার হয়ে ৮টি লিগ,৪টি চ্যাম্পিয়নস লিগ, ৫টি লিগ কাপ,৩টি ক্লাব বিশ্বকাপ, ১০টি সুপারকাপ জেতেন তিনি।দেশের হয়ে  জেতেন ১টি বিশ্বকাপ ও ২টি ইউরোর শিরোপা। দলগত যত  ট্রফি জেতা তার সবটিই তার ঝুলিতে আছে।

 9.রোনালদিনহো

ফুটবলকে যারা শিল্পে পরিণত করেছেন তাদের মধ্যে সবার উপরে তার নামই থাকবে।জাদুকরী সব ড্রিবলিং, চোখ ধাঁধানো সব স্কিল আর অসাধারণ সব ফ্রিকিক দিয়ে দর্শকদের বিনোদন দিতে তিনি ছিলেন ওস্তাদ। তিনি ছিলেন সর্বজয়ী এবং অনন্য এক প্লেমেকার।ক্যারিয়ারে ৬৯৫ ম্যাচে ২৬৬ গোল আর ১৮৩ অ্যাসিস্ট তার।ক্লাব ক্যারিয়ারে ৪টি লিগ,১টি চ্যাম্পিয়নস লিগ, ২টি সুপার কাপ জিতেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে জিতেন ১টি করে বিশ্বকাপ,কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপ।ব্যক্তি গত ভাবে ১টি ব্যালন ডি’অর জিতেন সর্বজয়ী এই নান্দনিক ফুটবলার।

8.লেভ ইয়াসিন

এই তালিকার একমাত্র গোলকিপার তিনি।আধুনিক গোলকিপিং বলতে যা বুঝায় যেমন ডি বক্সের সামনে এসে শট নেওয়া,এগিয়ে এসে পাস দেওয়া তার জন্ম কিংবদন্তি এই গোলকিপারের হাতে।তিনি ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জাতীয় দলের গোলকিপার।ক্লাব পর্যায়ে তিনি ছিলেন ডায়নামো মস্কো দলের গোলকিপার। তিনি এতটাই ভালো গোলকিপার ছিলেন যে বিশ্বকাপের সেরা গোলকিপার ইয়াসিন ট্রফি তার নামেই করা হয়েছে। তিনি জাতীয় দলের হয়ে ৭৮টি ম্যাচ ও ৪টি বিশ্বকাপ খেলেন। জিতেছেন অলিম্পিক গোল্ড মেডেল। ক্যারিয়ারে তিনি ২৭০ ক্লিনশীট ও ১৫১টি পেনাল্টি সেব করেছেন।১৯৯২ সালে ফিফা নির্বাচিত সর্বকালের সেরা একাদশে জায়গা করে নেন।একমাত্র গোলকিপার হিসেবে ১৯৬৩ সালে ব্যালন ডি'অর জিতেন তিনি।তাই তো তিনি সর্বকালের সেরা গোলকিপার।

 7.রোনালদো নাজারিও

একটা কথা প্রচলিত যে ডি বক্সে ঢুকলে তিনি গোল করবেনই।সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি।ক্যারিয়ারে ৬০৮ ম্যাচে ৪০১ গোল ও ৯৮ অ্যাসিস্ট তার।ব্রাজিল জাতীয় দলের হয়ে ২টি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা ও ১টি কনফেডারেশনস কাপ জিতেন তিনি। ক্লাব ক্যারিয়ারে জিতেন ২টি লিগ ও ৪টি লিগ কাপ।ব্যাক্তিগত ভাবে ৩টি ব্যালন ডি'অর ও ১টি উয়েফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেন তিনি

 6.জিনেদিন জিদান

সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি।ক্যারিয়ারে ৮১৪ ম্যাচে ১৬০ গোল ও ২২৩ টি অ্যাসিস্ট তার।ক্লবা ক্যারিয়ারে ১টি চ্যাম্পিয়নস লিগ,২টি ক্লাব বিশ্বকাপ, ৩ টি লিগ ও ৫টি সুপার কাপ জিতেন তিনি। দেশের হয়ে ১টি করে বিশ্বকাপ ও ইউরো জিতেন তিনি। এছাড়া ৩টি ব্যালন ডি'অর ও জিতেন এই ফরাসি সেনসেশন

5.ইয়োহান ক্রুইফ

তিনি বলেছিলেন ফুটবল খেলতে হয় মাথা দিয়ে, পা দিয়ে নয়।আধুনিক ফুটবলের অন্যতম রূপকার তিনি। ক্যারিয়ারে ৭১১ ম্যাচে ৪০৫ গোল ও ১৯৮ অ্যাসিস্ট তার।ক্লাব ক্যারিয়ারে ৩টি চ্যাম্পিয়নস লিগ, ১০ টি লিগ, ৭টি লিগ কাপ,১টি ক্লাব বিশ্বকাপ জিতেন তিনি। এছাড়া ব্যাক্তিগত ভাবে ৩টি ব্যালন ডি' অর,১টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় অ্যাওয়ার্ড ও ১টি উয়েফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেন এই ফুটবল জাদুকর।

 4.ক্রিস্টিয়ানো রোনালদো

নিঃসন্দেহে আধুনিক যুগের সেরা স্ট্রাইকার তিনি। তার স্কিল,ড্রিবলিং এ মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮১ ম্যাচে ৬৮৭ গোল ও ২২৪ টি অ্যাসিস্ট তার। বর্নাঢ্য ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি লিগ,৫টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ,৫টি লিগ কাপ জিতেন তিনি।পর্তুগাল জাতীয় দলের হয়ে জিতেন ইউরো শিরোপা।ব্যাক্তিগত ভাবেও সফল পর্তুগিজ যুবরাজ। এখন পর্যন্ত ৫টি ব্যালন ডি'অর, ৪টি গোল্ডেন বুট,৪টি উয়েফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জিতেন রকেটের চেয়েও দ্রুত গতির এই ফুটবলার।

 3.দিয়াগো ম্যারাডোনা

সর্বকালের সেরা মিডফিল্ডার তো বটেই, তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার ও তিনি।ম্যারাডোনা যতটা ফুটবল প্রেমীদের আবেগের সাথে জড়িয়ে পরেছিলেন আর কেউ ততটা পারেননি।একক নৈপুণ্যে গোল করতে ও করাতে তিনি ছিলেন স্বতন্ত্র।ক্যারিয়ারে ৭০৪ ম্যাচে ৩৬০ গোল ও ২৫৭ অ্যাসিস্ট তার।ক্লাব ক্যারিয়ারে ৩টি লিগ, ৩টি লিগ কাপ, ২টি সুপার কাপ, ১টি উয়েফাকাপ।দেশকে ১৯৮৬ সালে প্রায় একাই এনে দেন বিশ্বকাপ। ব্যাক্তিগত ভাবে ১টি ব্যালন ডি'অর ও জিতেন তিনি।এছাড়া ফিফা কর্তৃক  “বেস্ট প্লেয়ার ইন হিস্ট্রি অ্যাওয়ার্ড পান তিনি”। সুতরাং, বুঝাই যাচ্ছে কত বড়
মাপের ফুটবলার তিনি।

2.পেলে

তাকে ছাড়া এই তালিকাই অসম্পূর্ণ। ড্রিবলিং,স্কিল,পাসিং সব মিলিয়ে তিনি ছিলেন এক “কমপ্লিট ফুটবলার”।তার সময় তো বটেই আধুনিক যুগেও তিনি ফুটবলের রাজা।তার গোল সংখ্যা নিয়ে বির্তক থাকলেও ফিফা কর্তৃক অফিশিয়াল ভাবে ক্যারিয়ারে ৮২০ ম্যাচে ৭৬০ গোল ও ১৯৭টি অ্যাসিস্ট তার।একমাত্র ফুটবলার হিসেবে ব্রাজিলের হয়ে জিতেন ৩টি বিশ্বকাপ। এছাড়া ৩টি আমেরিকান চ্যাম্পিয়নশীপ কাপ ও জিতেন তিনি। ক্লাব ক্যারিয়ারে ৭টি লিগ,২টি ক্লাব বিশ্বকাপ, ১টি সুপার কাপ জিতেন তিনি।এছাড়া ফিফা কর্তৃক “বেস্ট প্লেয়ার ইন হিস্ট্রি  অ্যাওয়ার্ড” পান তিনি।এছাড়া “ বেস্ট প্লেয়ার ইন 20th সেঞ্চুরি অ্যাওয়ার্ড ” পান তিনি। সুতরাং নিঃসন্দেহে ফুটবলের অন্যতম সফল
খেলোয়াড় তিনি।

1.লিওনেল মেসি

অবিশ্বাস্য সব ড্রিবলিং, চোখ ধাঁধানো সব ফ্রিকিক, এক ঝলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া, প্রচন্ড গতির মাঝেও অনায়াসে বলের নিয়ন্ত্রণ রাখা,গতিঝড় তুলে প্রতিপক্ষের ডিফেন্সকে চুরমার করে গোল করা কি নেই তার মাঝে। তার জাদুকরী সব ড্রিবলিং দেখে বিশেষণ হারিয়ে ফেলেন ধারাভাষ্যকাররা পর্যন্ত। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮০৩ ম্যাচে ৬৭৯ গোল এবং ২৮৭টি অ্যাসিস্ট তার।ক্লাব ক্যারিয়ারে ১০টি লিগ,৪টি চ্যাম্পিয়নস লিগ, ৫টি লিগ কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ,১২টি সুপারকাপ জিতেন তিনি।ক্যারিয়ারে অবিশ্বাস্য ভাবে এখন পর্যন্ত ৩৫টি দলগত ট্রফি জিতেছেন তিনি।দেশের হয়ে জিতেন অলিম্পিক গোল্ড মেডেল। ব্যাক্তিগত ভাবে ও সর্বজয়ী এই আর্জেন্টাইন সুপারস্টার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি ব্যালন ডি'অর,৪টি উয়েফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, ৬টি গোল্ডেনবুট, ১টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় অ্যাওয়ার্ড, ৮টি পিচিচি ট্রফি জিতেন।তিনি যেদিকে ছুটেন ট্রফি তার পিছনে ছুটে। দেশের হয়ে বিশ্বকাপ না জিতায় বলতে হয় বিশ্বকাপেরই দুর্ভাগ্য যে মেসি তাকে ছুয়নি। সর্বসাকুল্যে তিনিই সর্বকালের সেরা ফুটবলার।

https://www.bdshop.com/google-home-wireless-speaker-in-bd?aw_affiliate=eyJjYW1wYWlnbl9pZCI6IjciLCJ0cmFmZmljX3NvdXJjZSI6Imtub3dsZWRnZWJhbmdsYXNjaWVuY2UuYmxvZ3Nwb3QuY29tIiwiYWNjb3VudF9pZCI6MTY2Mjh9
| Designed by Colorlib